ধানের জমিতে ইঁদুর দমনের কীটনাশক ঔষধ

ধানক্ষেতে ইঁদুর দমনে কার্যকর তিনটি ওষধ হলো থিমিড, সেমকাপ/ফরচুনেট ও র‍্যাটোনিল। থিমিড ইঁদুর, পোকা ও ছত্রাক দমন করে; সেমকাপ ও ফরচুনেটের তীব্র গন্ধে ইঁদুর পালায়; আর র‍্যাটোনিল বিষযুক্ত টোপ, যা ইঁদুরকে মেরে ফেলে। সঠিক নিয়মে প্রয়োগ করলে ধানক্ষেত ইঁদুরমুক্ত রাখা যায়।

ধানের কারেন্ট পোকা / বাদামি গাছ ফড়িং দমনের কার্যকর সমাধান ও পোকা দমনে কীটনাশক

ধানের কারেন্ট পোকা / বাদামি গাছ ফড়িং (BPH) ধানের গোড়ায় দলবদ্ধভাবে রস চুষে গাছ দুর্বল করে দেয়। আক্রমণ বাড়লে ৩–৫ দিনে পুরো ক্ষেত শুকিয়ে যায়। এরা স্যাতস্যেতে জমি ও অতিরিক্ত ইউরিয়া ব্যবহারকৃত ধানে বেশি আক্রমণ করে। প্রতিরোধে জমি শুকনো রাখা, সুষম সার প্রয়োগ, ঘন রোপণ এড়িয়ে চলা জরুরি। গুরুতর আক্রমণে ইমিডাক্লোপ্রিড, নিটেনপাইরাম, পাইমেট্রোজিন বা ট্রাইফ্লুমেজোপাইরিম কার্যকর কীটনাশক ব্যবহার করতে হয়।

ধানের চুঙ্গি পোকা / পাতা মোড়ানো পোকা দমনের জন্য সঠিক সমাধান ও কার্যকর কীটনাশক

ধানের চুঙ্গি পোকা / পাতা মোড়ানো পোকা বর্ষাকাল ও আমন মৌসুমে বেশি আক্রমণ করে। বিশেষ করে নিচু, জলাবদ্ধ ও সেচ জমিতে এদের আক্রমণ বেশি হয় এবং উঁচু শুষ্ক জমিতে কম হয়। ধান রোপণের প্রায় ১২ দিন পর থেকে আক্রমণ শুরু হয়। এরা ধান পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে পাতা লম্বা সাদা বর্ণ ধারণ করে। আক্রান্ত পাতা মোড়ানো থাকে এবং ভেতরে পোকা অবস্থান করে। আক্রমণ বেশি হলে পাতা কেটে দেয়, দূর থেকে খেত সাদাটে বা পাটকাঠির মতো

ধান ক্ষেতের টোপাপানা, কচুরিপানা দমনের আগাছানাশক ঔষধ

ধান ক্ষেতে টোপাপানা অথবা কচুরিপানা হলে ধান ক্ষেতের জমির নিচে সূর্যের আলো পোঁছাতে পারে না এতে ধানের বৃদ্ধি ও কুশি কম হয় এবং ক্ষেতে সার প্রয়োগ করলে সারগুলি মাটিতে পোঁছায় না এটি টোপাপানার পাতায় আটকিয়ে থেকে নষ্ট হয়। যার কারণে অতিরিক্ত যার কারণে সারগুলো অপচয় হয় এবং ধান পুষ্টিগুণ পায় না এছাড়াও নানা বিধি সমস্যাগুলি নিচে উল্লেখ করা হলো