ধান ক্ষেতে টোপাপানা, ক্ষুদিপানা কেন দমন করবেন?
ধান ক্ষেতে টোপাপানা অথবা কচুরিপানা হলে ধান ক্ষেতের জমির নিচে সূর্যের আলো পোঁছাতে পারে না এতে ধানের বৃদ্ধি ও কুশি কম হয় এবং ক্ষেতে সার প্রয়োগ করলে সারগুলি মাটিতে পোঁছায় না এটি ক্ষুদিপানার পাতায় আটকিয়ে থেকে নষ্ট হয়। যার কারণে অতিরিক্ত যার কারণে সারগুলো অপচয় হয় এবং ধান পুষ্টিগুণ পায় না এছাড়াও নানা বিধি সমস্যাগুলি নিচে উল্লেখ করা হলো
![]()
টোপাপানা, কচুরিপানা কারণে ধান ক্ষেতে যে ক্ষতি হয়:
- ধান ক্ষেতে সার প্রয়োগ করলে সারগুলি মাটিতে ও পানি পোঁছায় না। এতে সার অপচয় হয় অপরদিকে ক্ষুদিপানার ও ক্ষুদিপানাদ্রুত বৃদ্ধি ও বংশবিস্তার হয়।
- সূর্যের আলো ধান গাছের কাছে আসতে পারে না, এতে ধানের বৃদ্ধি কমে যায়।
- এই কচুরিপানা কারণে ধানের কুশি ও ঝাড় কম হয়।
- অতিরিক্ত কচুরিপানা, টোপাপানা, ক্ষুদিপানা হলে পানিতে অক্সিজেনের অভাব সৃষ্টি করে, যার ফলে মাছের বৃদ্ধি কম ও বেঁচে থাকতে সমস্যা সম্মুখীন হয়।
- পোকা দমনের বিভিন্ন কীটনাশক প্রয়োগ করলে তা মাটিতে পৌঁছায় না তাই কীটনাশক কাজ কম হয়।
এছাড়া, টোপাপানা কচুরিপানা জমিতে দ্রুত পানি শোষণ করে এতে জমিতে অগ্রিমভাবে সেচের প্রয়োজন হতে পারে। ধান যেহেতু পানি নির্ভর চাষ তাই এই পানির অনুপস্থিতি চাষের জন্য খুবই ক্ষতিকর। তাই এই জন্য ধান ফসলের মধ্যকার টোপাপানা, ক্ষুদিপানা কেন দমন খুবি প্রয়োজন।
টোপাপানা, কচুরি পানা, কচুরিপানা দমনের কার্যকর আগাছানাশক:
ধান টোপাপানা, কচুরিপানা আর কিছু আগাছার বিরুদ্ধে সব থেকে কার্যকর আগাছা নাশক হলো “ ২, ৪ - ডি সোডিয়াম ” অথবা “ ২, ৪ - ডি এ্যামাইন ” সমৃদ্ধ আগাছা নাশক যেমন:
এই দুইটির যেকোনো একটা প্রয়োগ করলে ৭ দিনের ভিতরে সমস্ত টোপাপানা, কচুরিপানা মরে ও পচে সাফ হয়ে যায় এটি ধান ক্ষেতে ব্যবহার করলে ধানের কোনোরকম ক্ষতি হয় না ও ধানের অন্যান্য আগাছা ও দমন হয়ে যাবে।
আগাছানাশক প্রয়োগ মাত্রা:
- লাইক ৪৮ এসএল: প্রতি ৩৩ শতাংশ জমির জন্য ২০০ মিলি লাইক ৪৮ এসএল পানির সাথে মিশিয়ে সম্পূর্ণ জমিতে স্প্রে দিতে হবে। প্রতি লিটার পানির জন্য ৫.৫ মিলি লাইক ৪৮ এসএল মেশাতে হবে।
- রেজর ৮০ ডব্লিউপি: প্রতি ৩৩ শতাংশ জমির জন্য ১৫০ - ২০০ গ্রাম রেজর ৮০ ডব্লিউপি পানির সাথে মিশিয়ে সম্পূর্ণ জমিতে স্প্রে দিতে হবে। প্রতি লিটার পানির জন্য ৪ গ্রাম রেজর ৮০ ডব্লিউপি মেশাতে হবে।
লাইক ৪৮ এস এল অথবা রেজর ৮০ ডব্লিউপি ব্যবহারের সুবিধা:
- এই আগাছানাশক গুলি কেবলমাত্র চওড়া আগাছা নির্মূল করে তাই এটি চিকন পাতা জাতীয় ফসল যেমন: ধান ও গম ক্ষেতের আগাছা দমনে ব্যবহার করা যায় এতে ধান ও গমের কোন ক্ষতি হবে না।
- এটি কচুরিপানা, টোপাপানা একদম পচিয়ে দেয় তাই মৃত কচুরিপানা, টোপাপানা আগাছাকে অন্য জায়াগায় সরানোর প্রয়োজন হয় না।
৩৩ শতাংশ বা ১ বিঘা জমির কচুরিপানা, টোপাপানা, ক্ষুদিপানা দমন করতে কত টাকা খরচ হবে??
- ১ বিঘা ধান ক্ষেতের জমির টোপাপানা দমন করতে লাইক সর্বোচ্চ ২০০ টাকা খরচ হবে।
- ১ বিঘা ধান ক্ষেতের জমির টোপাপানা দমন করতে রেজর ৮০ ডব্লিউপি ব্যবহার করলে সর্বোচ্চ ২০০ টাকা খরচ হবে।
- তবে এর সাথে একজন লেবার বা দিনমজুর নিলে বাড়তি আরো ৪০০ টাকা খরচ হবে।
সুতরাং আপনি চাইলে উল্লেখিত আগাছানাশক গুলি ব্যবহার করে খুব কম খরচে খুবই ইফেক্টিভ ভাবে কচুরিপানা, টোপাপানা দমন করতে পারেন।

