কাজহবে ডটকম – কৃষি সমস্যার নির্ভরযোগ্য সমাধান

Press ESC to close

ধানের মাজরা, বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমনে ইনসিপিয়ো কীটনাশক

ইনসিপিয়ো কীটনাশক  

ইনসিপিয়ো ২০ এসসি মূলত সিনজেন্টা কোম্পানির একটি নতুন প্রজম্মের খুবি কার্যকর সর্বপরি ভিন্নভিন্ন প্রজাতির পোকা দমনের কার্যকর কীটনাশক, এক কথাই একটি আধুনিক, উচ্চ কার্যক্ষম, এবং বিভিন্ন বিষ প্রতিরোধ কাটিয়ে বেরিয়ে এসেছে এমন সকল পোকা দমনে সক্ষম কীটনাশক। ইনসিপিয়ো ২০ এসসি কীটনাশকের ভিতরে বিদ্যমান আছে প্রতি ১ কেজিতে ২০০ গ্রাম আইসোসাইক্লোসিরাম নামক বিষ।  

ইনসিপিয়ো ২০ এসসি এর কার্য পদ্ধতি  

ইনসিপিয়ো ২০ এসসি নতুন প্রজন্মের স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন কীটনাশক এছাড়াও এটি মাকড়নাশক রূপে কাজকরে। ইনসিপিয়ো ২০ এসসি এর ভিতরে বিদ্যমান আছে ১ কেজিতে ২০০ গ্রাম আইসোসাইক্লোসিরাম (Isocycloseram )   ইনসিপিয়ো ২০ এসসি isoxazoline কীটনাশক শ্রেণীর অন্তর্গত।  

  • এটি বিভিন্ন প্রকার কীটপতঙ্গের বিরুদ্ধে কার্যকর, ইনসিপিয়ো ২০ এসসি কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, বিশেষত পোকার গামা-অ্যামিনোবুটারিক এসিড (GABA) রিসেপ্টরকে ব্লক করে দেয়, এর ফলে কীটপতঙ্গের স্নায়ু সংকেত বন্ধ হয়ে যায়, যার পরিণতিতে পোকা প্যারালাইজড হয় ঘটে। নিচে ইনসিপিয়ো ২০ এসসি ব্যবহারের উপকারিতা ও কী কী পোকা দমন হয় ও ব্যবহার বিস্তারিত উল্লেখ করা হলো  

১ বিঘা জমিতে কত টুকু ইনসিপিয়ো ২০ এসসি লাগে:  

১ বিঘা বা ৩৩ শতাংশ জমির জন্য প্রতি লিটার পানির জন্য ০.৬ মিলি ইনসিপিয়োগ অর্থাত ৩৩ শতাংশ জমির জন্য ৩২ - ৩৬ লিটার পানি লাগে। সুতরাং ৩৩ শতাংশ জমিতে ২০ মিলির মতো ইনসিপিয়ো ২০ এসসি প্রয়োগ করতে হয় । তবে ফসলে পোকার আক্রমণ বেশি হলে মাত্রা বেশি দিতে হয়।  

ইনসিপিয়ো ২০ এসসি কীটনাশকের মূল্য:  

ইনসিপিয়ো ২০ এসসি এর প্যাকেট সাইজ হলো ৪০ মিলি। ইনসিপিয়ো ২০ এসসি এর ৪০ মিলির বর্তমান বাজার মূল্য ৪৭০ টাকা।  

Mzbp7ReNpyGsaAgEAQFuNjk0sxeS1vGqM20TuJFu.jpg

ধানে খেতের মাজরা দমন ইনসিপিয়ো কীটনাশক প্রয়োগ:  

ধান খেতের সাদা মাথা মাজরা, কালো মাথা মাজরা পোকা দমনের জন্য ইনসিপিয়ো প্রয়োগ খুব সহযেই পোকাগুলি দমন করা যাই, ধানের মাজরা পোকা বাদেও এটি প্রয়োগে ধানের পাতা মোড়ানো পোকা দমন হয়। তবে ধান ক্ষেতে মাজরা পোকার আক্রমণ হলে এটি প্রতি লিটার পানির জন্য ০.৭ মিলি মিশিয়ে স্প্রে দিতে হবে।  

প্রয়োগ মাত্রা:

ফসল  

পোকা  

প্রতি লিটার পানির জন্য  

ধান  

মাজরা, ফড়িং, পাতা মোড়ানো পোকা, অন্যান্য পোকা  

০.৭ মিলি  

বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে ইনসিপিয়ো কীটনাশক:  

বেগুন ক্ষেতে ডগা ও ফল ছিদ্রকারী পোকা ও মাকড়, এফিড জাব পোকা দমনের জন্য কেবল মাত্র এক প্রকার কীটনাশক ইনসিপিয়ো ২০ এসসি প্রয়োগ করলে এই সকল পোকা খুব ভালোভাবে দমন হয়।  

প্রয়োগ মাত্রা:

ফসল  

পোকা  

প্রতি লিটার পানির জন্য  

বেগুন  

ডগা ও ফল ছিদ্রকারী পোকা, মাকড়, জাব পোকা, এফিড  

০.৭ - ০.৮ মিলি  

ইনসিপিয়ো ২০ এসসি এর উপকারিতা:  

  • বহু প্রকার কীটপতঙ্গের দমন: ইনসিপিয়ো ২০ এসসি বিভিন্ন যেমনঃ Lepidoptera (প্রজাতি বা মথ পোকা), Hemiptera (যেমন জাব পোকা, শোষক পোকা), Coleoptera (যেমন বিটল), Thysanoptera (যেমন থ্রিপস) এবং Diptera (যেমন মাছি) সহ বিভিন্ন প্রকার ক্ষতিকর কীটপতঙ্গ দমনে অত্যন্ত কার্যকর।  
  • প্রতিরোধক পোকা দমন:  যে সকল পোকা বিভিন্ন কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়েতুলেছে ও-ই সকল পোকার বিরুদ্ধে ইনসিপিয়ো ২০ এসসি খুবি কার্যকর।   
  • দ্রুত কার্যকারিতা: এটি কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর দ্রুত কাজ করে, যার ফলে কীটপতঙ্গ দ্রুত খাদ্য গ্রহণ বন্ধ করে এবং মারা যায়।  
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা:  ইনসিপিয়ো ২০ এসসি দীর্ঘস্থায়ী কার্যকারিতার কারণে ঘন ঘন প্রয়োগের প্রয়োজন হয় না, যা সময় ও অর্থ সাশ্রয় করে।  
  • বিভিন্ন ফসলে ব্যবহারযোগ্য:  এটি তুলা, ধান, বিভিন্ন সবজি, ফল এবং অন্যান্য ফসলে ব্যবহার করা যেতে পারে।  
  • ডিম, লার্ভা ও প্রাপ্ত বয়স্ক পোকার উপর কার্যকর: Isocycloseram কীটপতঙ্গের ডিম, লার্ভা এবং প্রাপ্ত বয়স্ক - সকল স্তরের উপর কার্যকর।  
  • বৃষ্টিরোধী: এটি প্রয়োগের পর বৃষ্টি হলেও এর অকেটা কার্যকারিতা বজায় থাকে।  
  • উদ্ভিদের পত্র ভেদন ক্ষমতা: স্প্রে করার পর এটি দ্রুত গাছের পাতার উপর থেকে নিচের দিকে ভেদ করে প্রবেশ করতে পারে তাই এটি পাতার নিচে থাকা পোকা দমন করে ।  

ইনসিপিয়ো কীটনাশকে যে সকল পোকা দমন হয়:  

  • জাব পোকা (Aphids)  
  • থ্রিপস (Thrips)  
  • মাজরা (Borer)  
  • পাতা মোড়ানো পোকা  
  • শুঁয়োপোকা (Caterpillars)  
  • মাকড়, লাল মাকর (Mite)  
  • পাতা মোড়ানো পোকা (Leaf folder)  
  • কাণ্ড ছিদ্রকারী পোকা (Stem borer)  
  • ফল ছিদ্রকারী পোকা  
  • ফলের মাছি (Fruit fly)  
  • বিভিন্ন প্রকার বিটল (Beetles)  
  • লাল মাকড়সা (Red spider mites)  
  • বলওয়ার্ম (Bollworm)  
  • জ্যাসিড (Jassids)  
  • লিফ মাইনার (Leaf miner)  
  • ডায়মন্ড ব্যাক মথ (Diamondback moth)  
  • ক্যাবেজ হোয়াইট বাটারফ্লাই (Cabbage white butterfly)  
  • কিছু ক্ষেত্রে পিঁপড়া এবং তেলাপোকা ও দমন করা যায়।  

ইনসিপিয়ো ২০ এসসি ব্যবহারবিধি  

  • মাত্রা: সাধারণত ইনসিপিয়ো ২০ এসসি প্রতি লিটার পানির জন্য ০.৬ মিলি মিশিয়ে প্রয়োগ করতে হয়, কিন্তু পরিবেশের তাপমাত্রা, পোকার আক্রমণ ও ফসল ভেদে ইনসিপিয়ো ২০ এসসি প্রয়োগ মাত্রা ভিন্নভিন্নন হতে পারে।  
  • সময়: বিভিন্ন ফসলে পোকার আক্রমণ দেখা দেওয়ার সাথে সাথে ইনসিপিয়ো ২০ এসসি কীটনাশক পানির সাথে মিশিয়ে স্প্রে দিতে হবে।   
  • প্রয়োগ পদ্ধতি:  ইনসিপিয়ো ২০ এসসি পানির সাথে মিশিয়ে ফসলে প্রয়োগ করতে হয়।  

ইনসিপিয়ো ২০ এসসি ব্যবহারে সতর্কতা:  

ইনসিপিয়ো ২০ এসসি হলো একটি সম্পুর্ণ আধুনিক প্রজন্মের কীটনাশক তাই বর্তমান আমাদের ফসলি জমিতে যে সকল পোকামাকড় বসবাস করে তারা এখনো এর বিষাক্ততার উপর প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠাতে পারে নি। কিন্তু এই কীটনাশক একই জমিতে সবসময় প্রয়োগ করলে পোকাগুলি এক পর্যায়ে এটি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। তাই একই জমিতে বার বার ইনসিপিয়ো ২০ এসসি প্রয়োগ করবে ন  না, যদি প্রয়োগ করেন তাহলে এর সাথে অন্যন্য বীষ বিশিয়ে দিবেন এতে পোকাগুলি বেচে থাকার সুযোগ খুবি কম থাকে।  

ইনসিপিয়ো ২০ এসসি  

প্যাকেট সাইজ: ৪০ মিলি ।  

মূল উপাদান: আইসোসাইক্লোসিরাম ২০%   

বাজারজাতকারী কোম্পানি: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড   

ভিন্নভিন্ন ফসলের উপর প্রয়োগ মাত্রা:  

ফসল  

পোকা  

প্রতি ১ লিটার পানির জন্য  

ধান  

মাজরা  

০.৭ মিলি  

বেগুন  

ডগা ও ফল ছিদ্রকারী পোকা, মাকড়, এফিড, জাব পোকা  

০.৭ - ০.৮ মিলি  

শিম  

পাতা ও ফল ছিদ্রকারী পোকা  

০.৬ মিলি  

 

Related Posts

🌽 ভুট্টার লেদা পোকার আক্রমণ, লক্ষণ ও দমন পদ্ধতি
ভুট্টার কাটুই পোকা দমন: লক্ষণ, প্রতিরোধ ও কার্যকর কীটনাশক ব্যবহারের নির্দেশিকা
নারিকেল গাছের ভয়ঙ্কর শত্রু গন্ডার / গোবরে পোকা, এই পোকার সমগ্র পরিচয়, ক্ষয়ক্ষতি ও সমাধান
ধানের জমিতে ইঁদুর দমনের কীটনাশক ঔষধ
Rubai Hussain

হাই, এটা মোঃ রুবাই হোসেন আমি হলাম অভিজ্ঞ কৃষি বিষয়ক স্পেশালিস্ট। আমি দীর্ঘ ৮ বছর ধরে কৃষকদের বিভিন্ন ফসলের চাষাবাদ, পোকা ও রোগ নিয়ন্ত্রণ, সঠিক সার ও কীটনাশকের ব্যবহার, এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। আমার লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমিয়ে একটি টেকসই এবং লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। বাস্তব অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক জ্ঞান সমন্বয় করে আমি সবসময় কৃষকদের পাশে আছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *