ধান ক্ষেতে টোপাপানা অথবা কচুরিপানা হলে ধান ক্ষেতের জমির নিচে সূর্যের আলো পোঁছাতে পারে না এতে ধানের বৃদ্ধি ও কুশি কম হয় এবং ক্ষেতে সার প্রয়োগ করলে সারগুলি মাটিতে পোঁছায় না এটি টোপাপানার পাতায় আটকিয়ে থেকে নষ্ট হয়। যার কারণে অতিরিক্ত যার কারণে সারগুলো অপচয় হয় এবং ধান পুষ্টিগুণ পায় না এছাড়াও নানা বিধি সমস্যাগুলি নিচে উল্লেখ করা হলো